ঢাকা উত্তরে দ্বিতীয় দিনে টিকা পেলেন ২৩৮৯৪ জন
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২৩ হাজার ৮৯৪ জন। বুধবার (২৪ নভেম্বর) রাতে ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, ডিএনসিসির আওতাধীন ৫৪টি ওয়ার্ডেই টিকা দেওয়ার কাজ আজও পরিচালিত হয়েছে। সব মিলিয়ে বুধবার ৫৪টি ওয়ার্ডের ৫৫ কেন্দ্রে ২৩ হাজার ৮৯৪ জনকে টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে পুরুষ ১১ হাজার ২৭১ জন ও নারী ১২ হাজার ৬২৩ জন।
বিজ্ঞাপন
জানা গেছে গতকাল থেকে শুরু হওয়া কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আগামীকালও পরিচালিত হবে। গতকালও এ ক্যাম্পেইন ৫৫ কেন্দ্রে পরিচালিত হয়েছে। মঙ্গলবার ৫৪টি ওয়ার্ডের ৫৫ কেন্দ্রে ১৯ হাজার ১৪২ জনকে টিকা দেওয়া হয়। যার মধ্যে পুরুষ ছিলেন ৯ হাজার ৪৬৩ জন ও নারী ছিলেন ৯ হাজার ৬৭৯ জন।
এএসএস/আইএসএইচ