মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিক্ষোভরত শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেন। পরে মিরপুর-১৩ নম্বরের বিএমএ গার্মেন্টসের সামনের সড়কও অবরোধ করা হয়।
বিএমএ গার্মেন্টসের শ্রমিক সাদিয়া ঢাকা পোস্টকে বলেন- বাড়ি ভাড়া, খাবার খরচসহ সব পণ্যের দাম বাড়তি। অথচ আমাদের বেতন ও সুবিধাদি বাড়ানো হয়নি। তাই বেতন বাড়ানোর দাবিতে তিনদিন আগে থেকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করেছি। তবে এরমধ্যে বিএমএ গার্মেন্টসের মালিক সন্ত্রাস ভাড়া করে আমাদের ওপর হামলা করে।
বিজ্ঞাপন
তিনি বলেন, মালিকপক্ষের হামলায় আমাদের দুজন শ্রমিক নিহত হয়েছেন। তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমাদের দাবি, বেতন বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের ওপর হামলার দায়ে মালিককে বিচারের আওতায় আনতে হবে।
দাবি জানিয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়া আব্দুর রহমান নামে এক শ্রমিক জানান, হামলা চালিয়ে যেসব শ্রমিককে মেরে ফেলা হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে। হামলাকারীদের সঠিক বিচার করতে হবে। একইসঙ্গে আমাদের বেতন, হাজিরা বোনাস বৃদ্ধি, সবাইকে ঈদ বোনাসের আওতাভুক্ত, বাৎসরিক ছুটির অর্থ প্রদান করতে হবে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ চেষ্টা করছে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে শ্রমিকরা বেশ কয়েকটি দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়েছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। শ্রমিকদের শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানানো হয়েছে বলেও জানান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
এসআর/এমএইচএস