গণপরিবহনে ‘হাফ পাসের’ (অর্ধেক ভাড়া) দাবিতে আন্দোলনকারী এক ছাত্রকে পুলিশের সামনেই তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তাকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে নিয়ে যায় বলে খবর পাওয়া যাচ্ছে। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ। আন্দোলনকারী ওই ছাত্র ধানমন্ডি আইডিয়াল কলেজের বলে জানা গেছে। 

জানা গেছে, বেলা সাড়ে ১২টা থেকে সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হাফ পাস ভাড়ার দাবিতে রাস্তা অবরোধ করে। 

পরে দুপুর দেড়টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি শেষ করে ফিরে যাওয়ার সময় ঢাকা কলেজের সামনে ওই প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে বেলা ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজের সামনে থেকে একদল শিক্ষার্থী ধানমন্ডি আইডিয়াল কলেজের ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। 

ধারণা করা হচ্ছে, যারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তারাই ওই শিক্ষার্থীকে ঢাকা কলেজের ভেতরে তুলে নিয়ে গেছে। 

আন্দোলনকারীদের অভিযোগ, ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট জোনের এডিসি ও নিউমার্কেট থানার ওসিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অভিযোগ উঠেছে, পুলিশের সামনে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার সময় পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এবং ওই শিক্ষার্থীদের বাধা পর্যন্ত দেয়নি।

যদিও পুলিশের সামনে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ডিএমপি রমনা বিভাগের নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ। 

তিনি বলেন, আমরা তখন পিছনে ছিলাম। আমাদের চোখের সামনে ঘটনাটি ঘটেনি। তবে ওই শিক্ষার্থীকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।

এমএসি/এইচকে