বাংলাদেশের কর্মীরা মালদ্বীপে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন
মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম বলেছেন, মালদ্বীপ ও বাংলাদেশ প্রায় এক ও অভিন্ন সংস্কৃতির দেশ। আগে থেকে দুদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে। বাংলাদেশের কর্মীরা মালদ্বীপের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকায় সফররত মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে রাজধানীর একটি হোটেলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মালদ্বীপের শ্রমবাজার পরিস্থিতি, বাংলাদেশি কর্মীদের এবং দুদেশের সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি নিয়ে আলোচনা করেছেন ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রী।
দক্ষতা উন্নয়নে বাংলাদেশে বিবিধ কার্যক্রমের প্রশংসা করে ফয়সাল কারিগরি শিক্ষার মাধ্যমে মালদ্বীপের যুবক শ্রেণীর দক্ষতা উন্নয়নের জন্য সহযোগিতা গ্রহণের বিষয়ে আস্থা প্রকাশ করেন।
মালদ্বীপে অবস্থানরত সকল বাংলাদেশি কর্মীকে ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী।
বৈঠকে মালদ্বীপের উচ্চশিক্ষামন্ত্রী ড. ইবরাহিম হাসান ও স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মালদ্বীপের পররাষ্ট্র সচিব আব্দুল গফুর মোহাম্মদ, ঢাকায় নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিরুজিমাথ সমির, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মো. শহীদুল আলম উপস্থিত ছিলেন।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ঢাকায় পৌঁছান মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
সফরসূচি অনুযায়ী, ফয়সাল নাসিম আজ বিকালে শিক্ষামন্ত্রী ড. দীপু মনির সঙ্গে বৈঠক করবেন। এরপর সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
এছাড়া মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায় একটি নার্সিং ইনস্টিটিউট ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করবেন। বুধবার (২৪ নভেম্বর) সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গেও বৈঠকে বসবেন ফয়সাল।
এনআই/আইএসএইচ