৪৮ ঘণ্টা সময় দিয়ে রাজপথ ছাড়লেন শিক্ষার্থীরা
প্রজ্ঞাপন জারির মাধ্যমে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাস ও নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি মানা না হলে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা আবারও রাস্তা অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় আন্দোলনরত শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সায়েন্সল্যাব মোড় এলাকা ত্যাগ করেন।
বিজ্ঞাপন
এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হাফপাস ভাড়ার দাবিতে রাস্তা অবরোধ করেন।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতবারের সড়ক আন্দোলনে ও শিক্ষার্থীদের দাবি ছিল হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। প্রশাসন কালক্ষেপণ করছে। তাই আবারও সাধারণ শিক্ষার্থীরা সড়কে নেমেছে যেন তাদের এ দাবি আদায় হয়।
অভিযোগ উঠেছে, দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি শেষ করে ফিরে যাওয়ার সময় ঢাকা কলেজ ছাত্রলীগের কিছু কর্মী তাদের ওপর হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া চলে। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের মধ্যস্থতায় আন্দোলনরত শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়েন।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরিফ মোহাম্মদ ফরুকুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, সায়েন্সল্যাব এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। শিক্ষার্থীরা দুপুর ২টার দিকে অবরোধ কর্মসূচি শেষ করে রাস্তা ছেড়েছেন। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমএসি/ওএফ