দেশে প্রথমবারের মতো ‘ডিওবি’ মাদক জব্দ
দেশে প্রথমবারের মতো ‘ডিওবি’ মাদক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। এটি একটি ‘ক’ শ্রেণির মাদক। জব্দ করা মাদকের পরিমাণ হানড্রেড ব্লোটার।
মঙ্গলবার (২৩ নভেম্বর) অধিদফতর ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো হানড্রেড ব্লোটার ডিওবি (DOB) মাদক জব্দ করা হয়েছে। এটি ‘ক’ শ্রেণীর মাদক। ডার্ক ওয়েবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে পোল্যান্ড থেকে এই মাদক আনা হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।
এমএসি/এমএইচএস