কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরে কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন দাস (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের ভাই শ্যামল কৃষ্ণ দাস ঢাকা পোস্টকে বলেন, কামরাঙ্গীরচরে বাচ্চাদের প্লাস্টিকের বিভিন্ন খেলনা ও ক্লিপ-বোর্ড তৈরির কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হয় রিপন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার গাররিয়া গ্রামে। আমাদের বাবার নাম হরিপদ দাস। আমরা তিন ভাইয়ের মধ্যে রিপন ছিল দ্বিতীয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এসএএ/এসকেডি