চাঁদা না দেওয়ায় এম‌ভি জা‌হিদ ৩ লঞ্চের মালিককে মারধর ও লঞ্চ ভাঙচুরের অ‌ভি‌যোগ উঠেছে দশমিনা সদর ইউনিয়নের চেয়ারম্যানের ইকবাল মাহমুদ লিটনের বিরুদ্ধে। শ‌নিবার সকাল ১১টায় রাজধানীর সদরঘাটে জাহিদ ৮ লঞ্চের দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। 

সংবাদ সম্মেলনে মেসার্স ওহাব নেভিগেশনের মালিক আশরাফুল আলম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, আমাকে দশমিনা সদর উপজেলা চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন আপ্যায়নের কথা বলে ডেকে নিয়ে তার ইউনিয়নের চারটি ঘাটে লঞ্চ ভেড়ানোর জন্য ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে আমি রাজি না হলে ওই চারটি ঘাটে লঞ্চ ভেড়ানো বন্ধ করে দেন তিনি। গতকাল শুক্রবার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার মালিকানাধীন জাহিদ ৩ লঞ্চে হামলা চালানো হয়। এতে আমার লঞ্চে রাখা ৩ লাখ ৬৫ হাজার টাকা লুট ও লঞ্চের মাস্টার আব্দুস সাত্তারকে (৭০) মারধর করা হয়। আহত মাস্টার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

ফারুক আহ‌মেদ/এসকেডি