প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের বেলনা শুনকির টেক এলাকায় ডেইরিক ডট বাংলাদেশ নামে একটি প্লাস্টিক (ওয়ান টাইম) কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কারখানাটিতে আগুন লাগে।

তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রাপাত হয় উল্লেখ করে কারখানার মালিক মো. শামিম হোসেন বলেন, কারখানাটিতে প্রায় ২৫টি মেশিন ও কয়েক কোটি টাকার মালামাল মজুত ছিল। একেকটি মেশিনের মূল্য দেড় কোটি টাকার মতো। কারখানাটি বন্ধ থাকায় ভেতরে শ্রমিক ছিলেন না। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই এটি ধ্বংসস্তুপে পরিণত হয়।

জেইউ/এসকেডি/ওএফ