অবৈধ ওষুধ বিক্রি করায় ২ মাসের জেল
চট্টগ্রাম নগরের বিবিরহাটের দিদার মার্কেট এলাকায় অনুমোদনহীন অবৈধ ওষুধ বিক্রির দায়ে মো. হারুন নামের এক ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এই সাজা দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
বিজ্ঞাপন
কারাদণ্ডপ্রাপ্ত মো. হারুন (৩২) কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং এলাকার মো. একলাসের ছেলে।
জানা গেছে, মুরাদপুর এলাকায় দিদার মার্কেটে মো. হারুনের ওষুধের গোডাউন। গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ পাওয়া যায়। এ সময় আসামি মো. হারুনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়েছে।
এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম ও থানা পুলিশ।
কেএম/এইচকে