প্রতীকী ছবি

রাজধানীর পৃথক এলাকায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে ও বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ইব্রাহিম গাজী (৪০) ও মনির হোসেন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে কমলাপুর রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাকলাইন জানান, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন ইব্রাহিম গাজী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকাল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, বুধবার (১৭ নভেম্বর) রাতে উত্তরা ৪ নং সেক্টরের ১৭ নং রোডের মাথায় ফরিদ মার্কেট সংলগ্ন রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মনির হোসেন। ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বিকেল ৫টার দিকে ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, নিহত ইব্রাহিম গাজীর কাছে থাকা একটি মোবাইল থেকে ফোন দিয়ে তার নাম পরিচয় জানা যায়। নিহতের বাড়ি খুলনা জেলার দাকোপ থানার নলিয়ান গ্রামে। এছাড়া মনির হোসেনের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার শানের কুটিকাটা গ্রামে।

এসএএ/এসকেডি