আটক হওয়া কিশোররা/ ছবি: সংগৃহীত

‘হাতিরঝিলে বিনোদনপ্রেমীদের নিয়মিত উত্ত্যক্ত করে কয়েকজন কিশোর’ সম্প্রতি পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের ফেসবুক পেজে এমনই অভিযোগ করে ম্যাসেজ করেছিলেন এক নাগরিক। অভিযোগের প্রেক্ষিতে শুরু হয় অভিযান।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত ও বুধবার (২৭ জানুয়ারি) ভোরে উত্যক্তকারী ১৬ কিশোরকে আটক করে পুলিশ।

বুধবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা বলেন, ‘রাজধানীর হাতিরঝিল এলাকায় অবসরে বিনোদন এবং সুন্দরভাবে সময় কাটানোর জন্য আসা বিনোদনপ্রেমীরা কিছু কিশোর দ্বারা হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের ম্যাসেজ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহ দেখার জন্য পুলিশ সদরদপ্তর থেকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়। হা‌তির‌ঝিল থানার তাৎক্ষ‌ণিক তৎপরতায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই এলাকায় বেড়াতে আসা লোকজনকে উত্যক্ত করার অভিযোগে ১৬ জন কিশোরকে আটক করা হয়।’

তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে কোনো মামলা না হলেও কিশোরদের পরবর্তী সময়ে এমন না করার মুচলেকা নিয়ে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়।’

এআইজি সোহেল রানা আরও বলেন, ‘হাতিরঝিলে অবসর কাটাতে আসা মানুষের বিনোদনকালীন সময় স্বস্তিদায়ক করার লক্ষ্যে আজ থেকে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া, মোবাইল পেট্রল টিমও দায়িত্ব পালন করবে। এর ফলে এখানে বেড়াতে আসা মানুষের অবসর উদযাপন আরও নিরাপদ হবে।’

এআর/এফআর