অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
স্ত্রীসহ বার আউলিয়া হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে মামলা
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নজরুল ইসলাম ও তার স্ত্রী শাহানা সুলতানার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক) ।
বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বাদী হয়ে এ মামলা দুটি করেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী দুদকের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন।
তিনি বলেন, মীর নজরুল ইসলাম আগে পুলিশ পরিদর্শক (যানবহন ও শহর ) পদে চট্টগ্রাম জেলায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রামের বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত। মীর নজরুল ইসলাম জ্ঞাত আয় বহির্ভূতভাবে ৩০ লাখ ৬৭ হাজার ৩৪৩ টাকা ও ৩৮ লাখ ৪ হাজার ৩৭৬ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। তাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইন ,২০০৪ এর ২৬ (২) ,২৭ (১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২ এর ৪ (২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে আরেকটি মামলায় মীর নজরুল ইসলাম ও তার স্ত্রী শাহানা সুলতানাকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, পরস্পর যোগসাজশে ৮৭ লাখ ২৮ হাজার ১৭৫ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করেছেন তারা৷ এছাড়া শাহানা নিজ দখলে রেখে স্বামী ট্রাফিক ইন্সপেক্টর (বর্তমানে ওসি) মীর নজরুল ইসলামের অবৈধ উপায়ে অর্জিত অর্থ বৈধ করার অপচেষ্টা করেন৷ ৬১ লাখ ৮০ হাজার ৭৭৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন তারা। তাই নজরুল ইসলাম ও শাহানা সুলতানার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭(১) ধারা এবং দণ্ডবিধি ১০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
কেএম/এসকেডি