কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনে ডিএনসিসির চিঠি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। এ অবস্থায় চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ডিএনসিসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) ডিএনসিসির সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা স্বাক্ষরিত এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
অফিস আদেশে সেলিম রেজা উল্লেখ করেছেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জন কম হওয়ায় ডিএনসিসির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে ডিএনসিসি মেয়র অসন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ক অফিস আদেশ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে পাঠানো হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব (অভিযোগ প্রতিকার ও সেবা প্রদান প্রতিশ্রুতির কর্মপরিকল্পনার ফোকাল পয়েন্ট), সকল বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, মেয়রের একান্ত সচিব, উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান নগর পরিকল্পনাবিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জনসংযোগ কর্মকর্তা, উপপ্রধান রাজস্ব কর্মকর্তা, সিস্টেম অ্যানালিস্ট, স্বাস্থ্য কর্মকর্তা, সকল সহকারী সচিব ও হিসাবরক্ষণ কর্মকর্তার বিভাগে।
এএসএস/আইএসএইচ