ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের অফিস বন্ধ হয়নি বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। বর্তমানের উদ্ভূত কিছু পরিস্থিতির জন্য তারা সবার সহযোগিতা চেয়েছে।

এর আগে মঙ্গলবার বেশ কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলেশা মার্ট বন্ধের সংবাদটি ছড়িয়ে পড়ে। এই খবরে গ্রাহকরা প্রতিষ্ঠানটির বনানী কার্যালয়ে ভিড় করেন।

এ বিষয়ে কথা বলেছেন আলেশা হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুরুল আলম সিকদার। তিনি দাবি করেন, ‘কিছু কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে। আমরা সম্পূর্ণ অপারেশনাল। আমাদের সবগুলো অফিস খোলা।’

অফিস বন্ধ হয়নি এ বিষয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট দিয়েছে আলেশা মার্ট। পোস্টে বলা হয়, ‘সম্প্রতি টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ ভুল। আলেশা মার্টের সব অফিস খোলা আছে। এর কার্যক্রম অফিসের সময় পরিচালিত হচ্ছে। এরকম বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।’

চলতি বছরের জানুয়ারিতে জমকালো আয়োজনে যাত্রা শুরু করে আলেশা মার্ট। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ৪৫ হাজার গ্রাহক রয়েছে।

এআর/এমএইচএস