চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচজন। এসময় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৩৪ শতাংশ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সোমবার (১৫ নভেম্বর) জেলায় ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিন করোনায় একজনের মৃত্যু হয়েছিল।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষা করে পাঁচ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে একজন নগরের বাসিন্দা। বাকি চারজনের মধ্যে একজন  লোহাগাড়া, একজন বোয়ালখালী, একজন রাঙ্গুনিয়া ও একজন হাটহাজারীর উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৩১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ২৭ জন। বাকি ২৮ হাজার ২৯২ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৫ জনের।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

কেএম/জেডএস