অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একইসঙ্গে আকাশ ও সামুদ্রিক যোগাযোগ আরও জোরদার করতে চায় দেশ দুইটি।

সোমবার (১৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও বাংলাদেশে সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী গামিনী লক্ষ্মণ পেইরিস এক বৈঠকে এসব বিষয়ে সম্মত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠক উভয়পক্ষ ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেন। সেই লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে পিটিএ চুক্তি সম্পন্ন করার বিষয়ে একমত পোষণ করেন। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বা কানেক্টিভিটি বাড়াতে তারা আকাশ ও সামুদ্রিক যোগাযোগ আরও জোরদার করার কথা বলেন।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের দক্ষতা বিনিময়ের মাধ্যমে ই-কমার্স তথা ডিজিটাল সেক্টরে সম্পৃক্ততার ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ফার্মাসিউটিক্যাল খাতে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করেন এবং শ্রীলঙ্কাকে ওষুধ আমদানির আহ্বান জানান।

চারদিনের সফরে সোমবার ঢাকায় এসেছে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী গামিনী লক্ষ্মণ পেইরিস। মূলত, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) তিন দিনব্যাপী উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিতে তার ঢাকা সফর। বুধবার (১৭ নভেম্বর) মন্ত্রীপর্যায়ের বৈঠকে যোগ দেবেন। সফরে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

এনআই/এমএইচএস