র‍্যাবের ভুয়া পোশাকে টিকটক রাজ ওরফে রাকিব

আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে টিকটক ব্যবহার করে প্রতারণার অভিযোগে টিকটক রাজ ওরফে রাকিব নামে এক যুবককে গ্রেফতার পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তথ্যানুসন্ধানের পর ওই যুবককে গ্রেফতার করে র‍্যাবের একটি দল।

র‍্যাবের দাবি, টিকটক ব্যবহার করে প্রতারণা, নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল এবং অর্থ আত্মসাৎও করেছে টিকটক রাজ।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

জেইউ/এইচকে