অভিযানের সময়ও বাড়তি ভাড়া ঢাকা-চট্টগ্রামে!
অভিযানের মধ্যেও রাজধানীতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি। এমনকি বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নিয়ে পূর্ণ ভাড়া নেওয়া হচ্ছে। এ কারণে রাইদা পরিবহনের বাসসহ বিভিন্ন বাসের শ্রমিকদের সঙ্গে সোমবার দিনভর যাত্রীদের বাগবিতণ্ডা হয়।
সোমবার (১৫ নভেম্বর) রাজধানী ঢাকায় সিএনজিচালিত বাস ও মিনিবাসেও অতিরিক্ত ভাড়া আদায় করা হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, বিআরটিএ ১০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোমবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৩২২টি বাস ও মিনিবাসকে ৩ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ৩২২টির মধ্যে ২৪৮টি ডিজেল ও ৭৪টি সিএনজিচালিত বাস। অভিযানে বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ গাড়ি চালানোর অপরাধে দুই গাড়ি চালককে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর একই অপরাধের পুনারাবৃত্তির জন্য একটি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।
বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা মো. সরওয়ার আলম ও হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন। তারা যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগ শোনেন এবং সুরাহা করেন। অভিযানের সময় বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পিএসডি/জেডএস/জেএস