ফাইল ছবি

বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর (৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) নতুন টোল হার বাস্তবায়ন হচ্ছে মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে। এদিন থেকে এই দুই সেতুর টোলের হার বাড়ছে ২০ থেকে ৩০ শতাংশ।

সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সেতু বিভাগ থেকে গণবিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিট (১৬ নভেম্বর) থেকে নতুন হারে টোল আদায় শুরু হবে। 

এর আগে ২ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল সেতু বিভাগ। সেই প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের নতুন টোল হার হবে ৫০ টাকা। বর্তমানে এই সেতুতে এই বাহনের টোল হার ৪০ টাকা। কার ও জিপের টোল ৫০ টাকা বেড়ে হবে ৫৫০ টাকা। ছোট বাসের টোল ৬৫০ থেকে বাড়িয়ে ৭৫০ টাকা কার্যকর করা হবে। এছাড়াও বড় বাসের টোল আরও ১০০ টাকা বাড়িয়ে এক হাজার টাকা হবে। 

আর ছোট ট্রাকের টোল ৮৫০ থেকে বেড়ে হবে এক হাজার টাকা। মাঝারি ট্রাকের টোল এক হাজার ১০০ টাকা থেকে বেড়ে হবে এক হাজার ২৫০ টাকা। ৮ থেকে ১১ টন ট্রাকের টোল এক হাজার ৬০০ টাকা করা হচ্ছে। এর চেয়ে বড় ট্রাক ও টেইলরের টোল নির্ধারণ করা হয়েছে দুই থেকে তিন হাজার টাকা। 

মুক্তারপুর সেতুর টোল ১০ টাকা বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। এই সেতুতে কার/টেম্পোর টোলও ধরা হয়েছে ৫০ টাকা, আগে তা ৪০ টাকা ছিল। ছোট বাসের টোল করা হচ্ছে ১৫০ টাকা। বড় বাসের টোল ২৫০ টাকা। ছোট ট্রাকের টোল ৫০ টাকা বাড়িয়ে করা হয়েছে ২০০ টাকা। মাঝারি ট্রাকের (৫ থেকে ৮ টন) টোল নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রুস্তম আলী ঢাকা পোস্টকে আজ (সোমবার) সন্ধ্যায় বলেন, আমরা গত ৮ নভেম্বর সরকারের কাছে এই দুই সেতুর নতুন টোল হার বাস্তবায়নের সিদ্ধান্ত স্থগিত করার দাবি জানিয়েছি। টোল বাড়ানো হলে আমাদের এই খাতের মালিকরা বিপদে পড়বেন। 

পিএসডি/এইচকে