ডা. রুবানা রাকিব

দ্য ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সাইন্সেসের (টিডব্লিএএস) ফেলো নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর’বি) সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. রুবানা রাকিব। নতুন মোট ৩৫ জন ফেলোর মধ্যে তিনি অন্যতম।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে আইসিডিডিআর’বির তথ্য কর্মকর্তা তারিফুল ইসলাম খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। টিডব্লিএএস’র ওয়েবসাইটে বলা হয়েছে, মানবদেহের ‘ইন্ট্রিক ও ইনফেকশন’ রোগে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ডা. রুবানা রাকিবকে সংগঠনটির ‘চিকিৎসা ও স্বাস্থ্য বিজ্ঞান’ বিভাগের ফেলো হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

তিনি মানবদেহের এন্ট্রিক সংক্রামক রোগের যান্ত্রিক পথ প্রশস্ত করেছেন। এছাড়া এএলএস পরীক্ষা, টিবি রোগ নির্ণয়, থেরাপিউটিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণের সহনশীলতায় সহজ পথ দেখিয়েছেন ডা. রুবানা রাকিব।

প্রসঙ্গত, বিজ্ঞানের নয়টি বিষয়ের ওপর বিশেষ অবদান রাখা ব্যক্তিদের কাজের স্বীকৃতি দিয়ে থাকে টিডব্লিএএস। প্রতিষ্ঠানটি কৃষি বিজ্ঞান, কোষ ও আণবিক জীববিজ্ঞান, বায়োলজিক্যাল সিস্টেম ও অর্গানিক, চিকিৎসা ও স্বাস্থ্য বিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানে অবদান রাখা ব্যক্তিদের সম্মনজনক ফেলো প্রদান করে থাকেন।

টিআই/এইচকে