গুঁড়িগুঁড়ি বৃষ্টি, হঠাৎ শীত আর যানজটে ভুগছে ঢাকাবাসী
সকাল থেকেই রাজধানীজুড়ে ছিল গুঁড়িগুঁড়ি বৃষ্টি। সঙ্গে হিমেল হাওয়া। কার্তিকের শেষ সময়ের বৃষ্টি ও শীত যেন নগরবাসীর কর্মচাঞ্চল্য থামিয়ে দিতে চেয়েছিল। যদিও সকাল ১০টার দিকে খানিক রোদের হাসি দেখা গেছে। তবে তা স্থায়ী হয়নি।
রোববার (১৪ নভেম্বর) রাজধানীতে কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদের ঝিলিক দেখা গেছে। এমন পরিবেশে কাউকে কাউকে দেখা গেছে শীতের পোশাক গায়ে জড়াতে। অন্যদিকে বৃষ্টির আবহ থাকায় ছাতা হাতে বের হয়েছেন অনেকে।
বিজ্ঞাপন
বহু অপেক্ষার পর রোববার সকালে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকালের গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে তীব্র যানজট দেখা দেয়। বিমানবন্দর সড়ক, মিরপুর, শ্যামলী, আগারগাঁও, বিজয় সরণি, পল্টনসহ বিভিন্ন এলাকায় যানজটে পড়েছেন এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। সড়কে গণপরিবহনের সংকটও ছিল। ছিল অ্যাপভিত্তিক পরিবহনের সংকটও।
পঙ্গু হাসপাতাল ও যক্ষ্মা হাসপাতালের সামনের সড়কে যানজটে আটকে থাকা আলিফ পরিবহনের যাত্রী নাজমুল হক বললেন, এক কিলোমিটার পার হতেই ৪০ মিনিট লেগেছে।
এ সড়কে যানজটে আটকা পড়েন মোটরসাইকেল চালকরাও। বৃষ্টির কারণে পানি জমে সড়কে যান চলাচলের পথও কমে যায়। ট্র্যাফিক পুলিশ সদস্যদের তখন সামাল দিতে গলদগর্ম হতে হয়। এ সড়কের পরিস্থিতি দেখে ট্র্যাফিক পুলিশ সদস্য মো. কবির বলেন, বৃষ্টির কারণেই আজ বেশি সমস্যা হচ্ছে। গাড়িও বেশি।
আবহাওয়া অধিদফতর বলছে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি বর্তমানে মধ্য-আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে।
পিএসডি/এসএসএইচ