ঘুরতে যেতে টাকা না দেওয়ায় যুবকের আত্মহত্যা
রাজধানীর মগবাজার ব্যাটারি গলিতে মায়ের কাছে ঘুরতে যেতে টাকা চেয়ে না পেয়ে আবু বক্কক সিদ্দিক (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার (১০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত আবু বক্করের ভাই বাদশা ঢাকা পোস্টকে বলেন, সে বন্ধুদের নিয়ে ঘুরতে যেতে মায়ের কাছে ১৫ হাজার টাকা চেয়েছিল। কিন্তু মা জানায় তার কাছে টাকা নেই। এরপরও সে টাকা চায়। টাকা না দেওয়ায় নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে তাকে ডাকাডাকি করলেও সে দরজার খুলে না। একপর্যায়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ঘুরতে যাওয়ার টাকা না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।
এসএএ/এসএসএইচ