চোরাই গাড়ির ইঞ্জিনের নম্বর পরিবর্তন করে বিক্রি করত চক্রটি
রাজধানী ও এর আশপাশের এলাকায় চুরি/ছিনতাই হওয়া গাড়ি স্বল্পমূল্য ক্রয় করে এসব গাড়ি নিজেদের শো-রুমে তুলে ইঞ্জিন ও চেসিসের নম্বর পরিবর্তন করে বৈধ গাড়ি বলে বিক্রি করত একটি চক্র। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই চক্রের চারজনকে গ্রেফতার করে।
চোরাই গাড়ি যেনেও এসব দীর্ঘদিন ধরে এ ধরনের কাজ আসছিল বলে অভিযোগ পাওয়া যায়। সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিমের একটি টিম বুধবার (১০ অক্টোবর) রাজধানীর পল্লবী, বসুন্ধরা আবাসিক এলাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
গ্রেফতাররা হলেন লক্ষ্মীপুরের মাে. মাঈন উদ্দিন (৪১), রাজবাড়ীর মাে. খালেদ হােসেন (৫০), কুড়িগ্রামের মাে. আলতাব হােসেন (৫৪) ও নারায়ণগঞ্জের মাে. মঞ্জুর হােসেন (৪২)। এ সময় তাদের কাছ থেকে একটি সাকসিড প্রাইভেট কার, নকল ব্লু বুক, ফিটনেস ও ট্যাক্স টোকেন জব্দ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ চক্রটি ঢাকা এবং ঢাকার আশপাশের এলাকা থেকে চুরি/ছিনতাই করা পিকআপ, সিএনজি, প্রাইভেটকার, মােটরসাইকেল চোরাই হিসেবে জানা সত্ত্বেও নিজেদের শাে-রুমে প্রথম রাখতেন। পরে এসব গাড়ির ইঞ্জিন ও চেসিস নম্বর জালিয়াতি করে পরিবর্তনসহ নকল কাগজপত্র তৈরি করে বিক্রি করতেন।
তিনি বলেন, পরে গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিমের একটি টিম নারায়ণগঞ্জ এবং রাজধানীর পল্লবী ও বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিযান পরিচালনা চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি সাকসিড প্রাইভেট কার, নকল বু বুক, ফিটনেস ও ট্যাক্স টোকেন জব্দ করা হয়।
গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে জানায়, ক্রেতাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে এসব চোরাই গাড়ি নিজেদের শো-রুমে রাখত। পরে এসব গাড়ি উচ্চমূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করতেন তারা।
এ বিষয়ে ডিএমপির ভাটারা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এমএসি/ওএফ