বাসে হাফ ভাড়া নেওয়ার দাবি শিক্ষার্থীদের
শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা এবং বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার (১০ নভেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালিত হয়।
ইডেন কলেজের শিক্ষার্থী শাহিনুর সুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান, সিটি কলেজের মালিহা মীম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অনিক প্রমুখ।
বিজ্ঞাপন
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সরকার এমনিতেই সম্পূর্ণ অযৌক্তিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে। এই বাহানা তুলে এখন আবার বাস মালিকদের চাপে গণপরিবহনের ভাড়াও বাড়িয়েছে। ঢাকার একটা বড় অংশের শিক্ষার্থীদের নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় গণপরিবহনে যাতায়াত করতে হয়।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিজস্ব কোনো আয়ের উৎস না থাকায় দীর্ঘ দিনের একটা দাবি ছিল শিক্ষার্থীদের ‘হাফ পাশ’ নেওয়া। সরকার এই দাবি কখনোই কর্ণপাত করেনি। বরং গণপরিবহনগুলোতে বড় করে লেখা থাকে ‘হাফ পাশ নাই’। যা শিক্ষার্থীদের গণপরিবহনে যাতায়াত করতে বিড়ম্বনায় ফেলে। প্রায়ই পরিবহন স্টার্ফদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। যা কখনোই কাম্য নয়। তাই অবিলম্বে অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহার ও শিক্ষার্থীদের ‘হাফ পাশ’ নিশ্চিত করতে হবে।
দাবি মানা না হলে আগামী দিনে দেশের সব শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসবে বলে হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এইচআর/ওএফ