চট্টগ্রাম মহানগরে ডিজেলচালিত পরিবহনে লাল ও সিএনজিচালিত পরিবহনে সবুজ স্টিকার লাগিয়ে চিহ্নিত করা হবে। পাশাপাশি সরকার নির্ধারিত ভাড়ার তালিকা পরিবহনের ভেতরে, টার্মিনালে ও বাস স্টপেজে লাগিয়ে দেওয়া হবে।

বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দফতরের সম্মেলন কক্ষে গণপরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মো. তানভীর।

তিনি বলেন, চট্টগ্রাম মহানগরে ডিজেলচালিত পরিবহনে লাল স্টিকার এবং সিএনজিচালিত পরিবহনে সবুজ স্টিকার লাগিয়ে চিহ্নিত করা হবে। পাশাপাশি সরকার নির্ধারিত ভাড়ার তালিকা সিএমপি, বিআরটিএ এবং মালিক-শ্রমিক নেতাদের উপস্থিতিতে পরিবহনের ভেতরে, টার্মিনালে এবং বাস স্টপেজে যাত্রীদের চোখে পড়ে-  এমন স্থানে  শিগগিরই লাগানোর সিদ্ধান্ত হয়েছে, যাতে অতিরিক্ত ভাড়া আদায়  না হয়।

সভায় পরিবহন মালিক-শ্রমিক নেতারা সরকার নির্ধারিত ভাড়া মেনে চলার বিষয়ে সম্মত হয়েছেন বলে জানা গেছে।

ডিজেলচালিত গণপরিবহনে সরকার নির্ধারিত নতুন ভাড়া বাস্তবায়ন এবং সিএনজি, অকটেন ও পেট্রোলচালিত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য গণপরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে এ সভা করে সিএমপি।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, বিআরটিএর উপ-পরিচালক এবং পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। 

কেএম/আরআই