চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিদগ্ধ ৬
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার রঙ্গিপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়জন দগ্ধ হয়েছেন। এছাড়া আগুনে আটটি বসতঘর পুড়ে গেছে।
বুধবার (১০ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে আগুন লাগে। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী ফায়ার সার্ভিসের লিডার ফজলে মিয়া।
বিজ্ঞাপন
তিনি বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। টিন শেডের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুন কীভাবে লেগেছে তা তদন্ত শেষে বলা যাবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমদ ঢাকা পোস্টকে বলেন, বুধবার ভোরে দগ্ধ ছয়জনকে চট্টগ্রামের হাটহাজারী থেকে বার্ন ইউনিটে আনা হয়েছে। এর মধ্যে ১০ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। ছয়জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।
কেএম/জেডএস