‘বাসে উঠলেই ১০ টাকা’ স্টিকার!
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বড় বাসের সর্বনিম্ন ভাড়া সাত টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। এছাড়া এসব মহানগরীতে মিনিবাসে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে আট টাকা করা হয়েছে। গত রোববার (৭ নভেম্বর) বিআরটিএ ভবনে ভাড়া পুননির্ধারণ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া কত তা না জানা থাকায় সোমবার থেকে পথে পথে যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বাস শ্রমিকদের সঙ্গে তাদের তর্কবিতর্ক হচ্ছে।
এ অবস্থায় বিআরটিএ সর্বনিম্ন ভাড়ার হারের স্টিকার বাসে লাগিয়ে দেবে। মঙ্গলবার (৯ নভেম্বর) বিআরটিএ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ পরিকল্পনার বিষয়টি জানান বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
বিজ্ঞাপন
তিনি বলেন, বাসে নতুন ভাড়ার চার্ট (তালিকা) দৃশ্যমান থাকবে। সঙ্গে গাড়িতে ‘উঠলেই ১০ টাকা’ লেখা স্টিকার থাকলে ভালো হয়। আধা কিলোমিটার বাসে চড়লেও সর্বনিম্ন ভাড়া দিতে হবে। এটা অনেকে বুঝতে পারেন না। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের হাঁটার অভ্যাস আছে। আমাদের দেশে অনেকে আধা কিলোমিটারও হাঁটতে চান না। আবার বাসে চড়লে সর্বনিম্ন ভাড়াও দিতে চান না। এজন্য বাসে স্টিকার লাগানো দরকার।
সিএনজিচালিত বাস ও মিনিবাসেও স্টিকার লাগাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার বিকেলে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বাস ও মিনিবাসের মালিকদের কাছ থেকে তথ্য পাওয়ার পর এ বিষয়ে অনুসন্ধানে নামবে বিআরটিএ। তারপর সিটকার সংযোজন করা হবে। তা করা হবে দ্রুত সময়ের মধ্যে।
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ঢাকা পোস্টকে জানান, আমরা আলাদা স্টিকার লাগিয়ে দেবো, যাতে অভিযান চালাতে সমস্যা না হয়। সিএনজিচালিত বাস ও মিনিবাস চিহ্নিত করতে মালিকদের কাছে তথ্য চাওয়া হয়েছে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, রাজধানীসহ সারা দেশে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসে (সিএনজি) পরিচালিত বাস ও মিনিবাসে নতুন ভাড়ার হার কার্যকর করা যাবে না। নতুন নির্ধারিত ভাড়া শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসে প্রযোজ্য। কিন্তু কতগুলো বাস ও মিনিবাস সিএনজিতে চলাচল করে তার হিসাব বিআরটিএর কাছে নেই।
আজ মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। তিনি বলেন, এসব তথ্য বিআরটিএ সরবরাহ করতে পারছে না। ফলে ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়াচ্ছে।
এদিকে, মঙ্গলবার (৯ নভেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন, সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়েনি। ফলে তারা আগের ভাড়াই আদায় করবে। কোনোভাবেই এসব পরিবহন নতুন ভাড়া আদায় করতে পারবে না। নিয়ম ভেঙে তা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেহেতু সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হয়নি, সেহেতু তারা নতুন ভাড়া আদায় করতে পারবে না। করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হবে।
কয়েকটি রুটে বিআরটিএর নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাড়া যেন অতিরিক্ত আদায় করা না হয় সেজন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট মালিক ও নেতাদের রাস্তায় থেকে বিষয়টি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, ডিজেলের দাম বাড়ার প্রেক্ষিতে ৭ নভেম্বর (রোববার) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে নতুন ভাড়া নির্ধারণ করে। দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া গড়ে ২৭ শতাংশ ও মহানগর এলাকার বাসভাড়া ২৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করা হয়।
এরপর ধর্মঘট প্রত্যাহার করেন বাস মালিকেরা। কিন্তু এরপরই পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এমনকি সিএনজিচালিত বাস ও মিনিবাসেও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, যদিও এসব পরিবহনের ভাড়া বৃদ্ধি করা হয়নি। এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে অভিযান চালায় বিআরটিএ। অভিযানে এসব অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।
পিএসডি/এইচকে