মুজিববর্ষ-সুবর্ণজয়ন্তী উপলক্ষে মরিশাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
মুজিববর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন মরিশাসের সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইস স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পোর্ট লুইসের ইউনেস্কোর ওয়ালর্ড হেরিটেজ সাইট আপ্রাভাসি ঘাটে এই কর্মসূচির আওতায় মরিশাসের জাতীয় ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস রক্ত সংগ্রহ করে। এ সময় মোট ৫৮ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।
বিজ্ঞাপন
হাইকমিশনার রেজিনা আহমেদ কর্মসূচির শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন ও তার পরিবারের সব শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনদেরও গভীরভাবে স্মরণ করেন তিনি।
হাইকমিশনার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে বলেন, রক্তের কোনো বিকল্প নেই। এটি প্রবাসী বাংলাদেশি রক্তদাতাদের পক্ষ থেকে মরিশাসের জনগণের জন্য বিশেষ উপহার। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মরিশাসের এ জে জিটু হাসপাতালের আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক ডা. রামপাতি বলেন, বাংলাদেশ হাইকমিশনের আয়োজিত রক্তদান কর্মসূচি এক অনন্য উদাহরণ। প্রবাসী বাংলাদেশিরা আমাদের পরিবারের অংশ। আর্ত-মানবতার সেবায় তাদের অংশগ্রহণ সবার জন্য অনুকরণীয়।
তিনি বাংলাদেশ হাইকমিশনের আয়োজিত এই মানবিক কর্মসূচির প্রশংসা করেন এবং তিনি নিজেও রক্তদান করেন।
এনআই/এমএইচএস