মানহীন বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা
রাজধানীর যাত্রাবাড়ী, বংশাল ও ওয়ারী এলাকায় অনুমোদনহীন ও নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে র্যাব।
অভিযানে অনুমোদনহীন ও নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন ও বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-১০ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব জানান, অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন বৈদ্যুতিক তার, ইলেক্ট্রিক সকেট, সুইচ অবৈধভাবে উৎপাদন, বিক্রি ও বাজারজাত করছিল। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালানো হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত রাজিব ইলেক্ট্রনিক্সকে তিন লাখ টাকা, রাজু ক্যাবলসকে তিন লাখ টাকা, টিআরবি ক্যাবলসকে দুই লাখ টাকা ও ইমরান ইলেক্ট্রনিক্সকে এক লাখ টাকা করে চারটি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করে।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ৬০০ কয়েল তার ও অন্যান্য অবৈধ বৈদ্যুতিক সামগ্রী জব্দ করা হয়।
জেইউ/এনএফ