ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক
রাজধানীর মৌচাকের পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন লোকমান হোসেন (২২) নামে এক যুবক।
সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
বিজ্ঞাপন
উদ্ধার করে নিয়ে আসা লোকমানের মামাতো ভাই আমিনুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, গ্রাম থেকে তিনি ঢাকায় ডাক্তার দেখাতে আসেন। সকালে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার দেখান। পরে বিকেলে ওই ডাক্তারকে রিপোর্ট দেখানোর জন্য কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে যান। সেখান থেকে আবার পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে আসেন। আমি পদ্মা ডায়াগনস্টিকে চাকরি করি। ডিউটি শেষে একসঙ্গে বাসায় ফিরব। এজন্য তাকে ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে ওয়েটিং চেয়ারে বসতে বলি।
তিনি আরও বলেন, লোকমানকে ওইখানেই অজ্ঞান করে তার কাছে থাকা মোবাইল ও টাকা নিয়ে যায় চক্রটি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এখানে আনার পর তার পাকস্থলী ওয়াশ করে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
তিনি আরও জানান, লোকমানের বাড়ি নোয়াখালী জেলার সোনাপুর থানায়। তিনি ওই এলাকার বেলায়েত হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মালিবাগ থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে তার পাকস্থলী ওয়াশ দেওয়া হয়। ডায়াগনস্টিক সেন্টারের ভেতরেই ওই যুবক অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে তার মামাতো ভাই আমাদের জানিয়েছেন।
এসএএ/এসকেডি