দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চার বিদেশি দূত। এদের মধ্যে ছিলেন- মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, জাপানের ইতো নাওকি, ইউরোপীয় ইউনিয়নের চার্লস হোয়াইটল ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।

সোমবার (৮ নভেম্বর) পৃথক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটল।

দ্বীপ‌টির সৌন্দ‌র্যের মুগ্ধতার কথা জানিয়ে রাষ্ট্রদূত ইতো লি‌খে‌ছেন, সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন ক‌রে মুগ্ধ হ‌য়ে‌ছি। তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উচ্চ জোয়ার, লবণাক্ততা এবং প্রবাল বিনষ্টের জন্য বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের এই দ্বীপের পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তন দ্রুত প্রভাব ফেলেছে। এটি মানুষের জীবনকে প্রভাবিত করছে।

অন্যদিকে ইইউর রাষ্ট্রদূত টুইটে লি‌খে‌ছেন, জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাব সেন্টমার্টিন দ্বীপে একটি বাস্তবতা। যার মধ্যে রয়েছে উপকূলীয় ক্ষয়, প্রবালের বিনষ্টতা এবং সমুদ্রের জীবন ক্ষয়।

এনআই/এমএইচএস