স্কুলশিক্ষিকা স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
চট্টগ্রামের রাঙ্গুনিয়া বেতাগী এলাকায় স্কুলশিক্ষকা রুমী বড়ুয়া হত্যা মামলায় স্বামী রিন্টু বড়ুয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৮ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সহকারী পাবলিক প্রমিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রতন চক্রবর্তী।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘এ মামলায় আদালেত ২০ জন স্বাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। আমরা সাক্ষ্যপ্রমাণে রিন্টু বড়ুয়া যে তার স্ত্রীকে হত্যা করেছে তা প্রমাণ করতে সক্ষম হয়েছি। এ কারণে আজ আদালত মামলার একমাত্র আসামি রিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিন্টু বড়ুয়াকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল।
নিহত রুমী বড়ুয়া বান্দরবানের একটি স্কুলে শিক্ষকতা করতেন। আর তার স্বামী রিন্টু সেনা সদস্য ছিলেন। ২০০৮ সালে তাদের বিয়ে হলেও কোনো সন্তান ছিল না।
আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ২০১৭ সালের ১৩ আগস্ট ছুরি দিয়ে গলায় আঘাত করে স্ত্রী রুমী বড়ুয়াকে নিজ বাসার ছাদে হত্যা করেন স্বামী রিন্টু। এরপরের দিন রুমী বড়ুয়ার ভাই মনোজ কান্তি বড়ুয়া রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন। পরে রিন্টু বড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। রিন্টু ১৭ আগস্ট চট্টগ্রামের একটি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ২০১৭ সালের ১৬ অক্টোবর রিন্টু বড়ুয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে ২০ জনের সাক্ষী উপস্থাপন করা হয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজকে মামলার রায় ঘোষণা করেন। রায়ে আদালত রিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, রুমী বড়ুয়া বান্দরবন স্কুলে ও রিন্টু বড়ুয়া সেনবাহিনীতে চাকরি করায় দুইজনে বান্দরবানে থাকতেন। ঘটনার সময় তারা বেড়াতে রাঙ্গুনিয়ার নিজ গ্রামে বেতাগীতে এসেছিলেন। ঘটনার দিনে রাতে স্বামী-স্ত্রী দুইজনে মিলে নিজ বাড়ির ছাদে আড্ডা দিচ্ছেলেন। এসময় রুমী বড়ুয়া মোবাইল গেমস খেলছিলেন। একপর্যাযে স্বামী রিন্টু বড়ুয়া ছুরি দিয়ে গলার আঘাত করে স্ত্রীকে হত্যা করে। বান্দরবানে রুমি বড়ুয়ার নামে একটি জমি ক্রয় করা হয়েছিল। এ জায়গা ক্রয় করাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই জেরে রিন্টু বড়ুয়া রুমী বড়ুয়াকে হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুয়ায়ী ২০১৭ সালের ১৩ আগস্ট নিজ বাড়ির ছাদে স্ত্রীকে খুন করেন রিন্টু।
কেএম/এসএম