‘তারা মসজিদ’ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
পুরান ঢাকার আরমানিটোলার ঐতিহাসিক ‘তারা মসজিদ’ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
রোববার (৭ নভেম্বর) এক টুইট বার্তায় তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
টুইটে রাষ্ট্রদূত লিখেছেন, সম্প্রতি মনোরম তারা মসজিদ পরিদর্শন করেছি। সেখানে ধর্মীয় নেতা ও মাদরাসাছাত্রদের সঙ্গে সাক্ষাৎ করেছি।
ধর্মীয় স্বাধীনতা সবার অধিকার উল্লেখ করে মিলার লিখেছেন, বাংলাদেশের যারা ধর্মীয় স্বাধীনতা চান তাদের পাশে আছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, ঐতিহাসিক তারা মসজিদ পুরান ঢাকার আরমানিটোলার আবুল খয়রাত রোডে অবস্থিত। এটি ঠিক কবে প্রতিষ্ঠিত হয়েছিল, তার কোনো তারিখযুক্ত শিলালিপি নেই। তবে বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, মসজিদটির নির্মাতা ঢাকার জমিদার মির্জা গোলাম পীর।
এনআই/আইএসএইচ/এইচকে/