৯ সদস্যের সার্চ কমিটি গঠন করাসহ ৫ দফা প্রস্তাব দিয়েছে ইলেকশন মনিটরিং ফোরাম। শনিবার (৬ নভেম্বর) ঢাকা রিপোর্টর্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত গোলটেবিল বৈঠক থেকে এ প্রস্তাব উত্থাপন করেন ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী।

সংগঠনের অন্য প্রস্তাবগুলো হচ্ছে : নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে সাবেক জ্যেষ্ঠতম প্রধান বিচারপতি, সাবেক সফল নির্বাচন কমিশনার, ধর্মীয় গুণাবলী সম্পন্ন ব্যক্তিদের প্রাধান্য দেওয়া; সার্চ কমিটির প্রতিনিধির বিষয়ে কমিটি গঠনের পূর্বে অধিকতর তদন্ত করা; রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপকালে সার্চ কমিটির প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা এবং নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির প্রস্তাবিত তালিকা রাষ্ট্রপতি সর্বাধিক অনুসন্ধান রিপোর্ট সমন্বয় করে সৎ গ্রহণযোগ্য, নিরপেক্ষ, বিচক্ষণ, ব্যক্তিত্বসম্পন্ন ও পূর্বের কর্মকাণ্ড সর্বাধিক বিশ্লেষণ করে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দান করা।

গোলটেবিল বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিতর্কিত করা খুব সহজ। কিন্তু বিতর্ক করা কঠিন। সবাই একই মত পোষণ করবেন বিষয়টি এমন নয়। কিছু মানুষ ভিন্নমত পোষণ করবেন, এটাই সমাজের সৌন্দর্য। আইনি কাঠামো যতবার সংযোজন করলেন ততবারই বিতর্কিত করলেন। সংবিধানে নির্বাচন সম্পর্কে স্পষ্ট বলা আছে। এখন আমাদের রাষ্ট্রপতি ও সংবিধানের ওপর আস্থা রাখা উচিত।

তিনি বলেন, সার্চ কমিটি আর সিলেকশন কমিটি এক নয়। একটি প্রস্তাব থেকে যোগ্য একজনকে বেছে নেওয়াই হলো সার্চ কমিটি। সার্চ কমিটি একটা প্রস্তাব দেবেন ও সেখান থেকে রাষ্ট্রপতি একজনকে বেছে নেবেন সে কাজে একটি সুন্দর সার্চ কমিটি তাকে সহায়তা করবে। এর চেয়ে সুন্দর কোনো কিছু হতে পারে বলে আমি মনে করি না।

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত বলেন, বাংলাদেশ উন্নত দেশের সারিতে যাওয়ার স্বপ্ন দেখছে। সেই পরিস্থিতিতে যাওয়ার জন্য নির্বাচন অবশ্যই পূর্ব শর্ত। নির্বাচন হতেই হবে। তবে আমাদের এটাও মনে রাখতে হব যে, যারা ২৮ বছর ক্ষমতায় থেকেও আজকের বাংলাদেশের জায়গায় নিয়ে আসতে পারেনি। শিক্ষার মান উন্নয়ন করতে পারেনি, দেশের উন্নয়ন করতে পারেনি। সেটিও ভাবা দরকার। ৭২ এর সংবিধানে ফিরে যাওয়া উচিত বলেও মনে করেন তিনি।

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবুল হাশেম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান প্রমুখ।

এমএইচএন/এসকেডি