ধান খেতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল হাতি
চট্টগ্রামের সাতকানিয়ায় লোকালয়ে আমন ধান খেতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। শনিবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মইত্তাতলী বিলের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোনাকানিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে ফসলি ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যু হয়েছে। স্থানীয় বন বিভাগ পরবর্তী ব্যবস্থা নিচ্ছে।
বিজ্ঞাপন
সাতকানিয়ার মার্দাশা রেঞ্জের কর্মকর্তা মো. মামুন মিয়া ঢাকা পোস্টকে বলেন, বয়স্ক হাতিটি পাহাড় থেকে লোকালয়ে চলে এসেছিল। ভোরে হাতিটি মারা যাওয়ার সংবাদ পাই। এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। ভেটেনারির একটি দল ঘটনাস্থলে গেছে। তারা তদন্ত করে দেখছে, হাতিটির কীভাবে মৃত্যু হয়েছে। তদন্ত শেষে হাতিটি মাটি চাপা দেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতির আক্রমণ থেকে বাঁচাতে ধানক্ষেতের চারদিক কৃষকরা বিদ্যুতায়ন করে রাখেন। খাবারের খোঁজে লোকালয়ে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা গেছে।
কেএম/এমএইচএস