জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করতে যুক্তরাজ্যের ১০টি বিমানবন্দরে বিক্ষোভের ডাক দিয়েছেন পরিবেশবাদীরা। জলবায়ু পরিবর্তন রোধে যুক্তরাজ্যের বড় বড় শহর ও বিমানবন্দরে গণ জমায়েত ও বিক্ষোভ করবেন পরিবেশবাদীরা।

শুক্রবার (৫ নভেম্বর) যুব ও পাবলিক ক্ষমতায়ন দিবসে ৮ থেকে ১০ হাজার মানুষ স্কটল্যান্ডের কেলভিংগ্রোভ পার্কে বিক্ষোভ করেন। এছাড়া গ্লাসগো স্কয়ার ও গ্লাসগো সিটি সেন্টারে সবাই মিলিত হন।

কপ থেকে জানানো হয়েছে, শনিবার (৬ নভেম্বর) গ্লোবাল ডে অব অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস উপলক্ষে আনুমানিক ৫০ হাজার মানুষ কেলভিংগ্রোভ পার্ক ছেড়ে গ্লাসগো গ্রিনে যাবে।

সূত্র জানায়, গ্লাসগো বিমানবন্দরসহ যুক্তরাজ্যের ১০টি বিমানবন্দরে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। গ্লাসগো শহরে মিছিল ও নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য রাস্তা বন্ধ এবং বিধিনিষেধ কার্যকর করবেন পরিবেশবাদীরা।

এই দুই দিন শহরে যানজট ও ভ্রমণে বিঘ্ন ঘটবে। গ্লাসগোতে ও এর আশেপাশে স্কটরেল সেবাগুলো আগে ও পরে উভয় দিনই ব্যস্ত থাকতে পারে। সম্মেলন রোববার (৭ নভেম্বর) বন্ধ থাকবে।

এসআর/ওএফ/জেএস