অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য
রাজধানীতে জামিল হোসেন (৩০) নামে পুলিশের এক সদস্য অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কোথা থেকে তাকে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তার পদ-পদবী সম্পর্কেও জানা যায়নি।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য ঢাকা পোস্টকে বলেন, এটি আমাদের পুলিশের ব্যাপার। নিউজ করার দরকার নেই।
জামিল হোসেনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া পুলিশ সদস্য ফজলে রাব্বি বলেন, আমরা এখন কিছু বলতে চাচ্ছি না। বিষয়টি পরে জানানো হবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, পুলিশের এক সদস্য অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। অচেতন অবস্থায় তাকে নিয়ে আসা হয়। তার স্টোমাক ওয়াশ (পাকস্থলী পরিষ্কার) করা হয়েছে।
তিনি বলেন, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সহকর্মীরা তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে গেছেন। তবে কোথায়-কীভাবে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
এসএএ/আরএইচ