প্রতীকী ছবি

রাজধানীর পল্টন মোড় ও বঙ্গবাজার এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন দুজন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। তারা হলেন ফারুক মিয়া (৩৫) আজিজুল হক (৪০)। 

ফারুক মিয়াকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক ঢাকা পোস্টকে বলেন, ৯৯৯ একজন সাংবাদিক আমাদের ফোন করে জানান পল্টন মোড়ে ফুটপাতে একজন অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার নাম ও বাড়ির ঠিকানা পাওয়া গেছে। তার কাছে কোন টাকা-মোবাইল ফোন পাওয়া যায়নি। তার স্টোমাক ওয়াশ করা হয়েছে। এরপর চিকিৎসক তাকে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন। 

অচেতন আজিজুলের চাচাতো ভাই আফজাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, তিনি (আজিজুল) মোহাম্মদপুর থেকে বাসে উঠেন। খবর পেয়ে বঙ্গ মার্কেটের সামনে থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার স্টোমাক ওয়াশ করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আজিজুল কেন বাসে ছিলেন সেটা জানা যায়নি। তার কাছে ১ লাখ ৮০ হাজার টাকা ছিল। সেটা পাওয়া যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, পল্টন ও বঙ্গবাজার এলাকা থেকে থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুজনকে আমাদের আনা হয়েছিল। তাদের স্টোমাক ওয়াশ করে মিটফোর্ডে পাঠানো হয়েছে। 

এসএএ/এসকেডি