ছোট ভাইয়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
রাজধানীর বাড্ডায় ছোট ভাইয়ের সঙ্গে অভিমান করে বড় বোন (১৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরীর বাবা মোহন মোল্লা ঢাকা পোস্টকে বলেন, আমার একটি মেয়ে ও একটি ছেলে। মেয়েটি পঞ্চম শ্রেণিতে পড়ে। স্কুলে যাওয়া নিয়ে দুই ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সে গলায় ফাঁস দেয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি কিন্তু আমার মেয়েকে বাঁচাতে পারলাম না। ডাক্তার বলে আমার মেয়ে মারা গেছে।
মোহন মোল্লা জানান, তারা বাড্ডার সাতারকুলের একটি ভাড়া বাসায় থাকেন। তাদের বাড়ি শরীয়তপুরে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, বাড্ডা থেকে এক কিশোরীকে অচেতন অবস্থায় নিয়ে আসা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এসএএ/এমএইচএস