নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় আহত ৯ জন ঢামেকে
নরসিংদী সদরে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে হয়। এ ঘটনায় আহত ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে টেঁটাবিদ্ধরা হলেন- ফজর আলী (৩৫), হেলাল উদ্দিন (৮০), নাজিবুর রহমান (৩৫) ও শহিদুল ইসলাম (৫০)। গুলিবিদ্ধরা হলেন- খাইরুল হোসেন (৩০), আবু খায়ের (৪০), বেলাল হোসেন (৪০), হাসেম মিয়া (৫০) ও আকাশ (১২)।
বিজ্ঞাপন
আহত ফজর আলী ঢাকা পোস্টকে বলেন, চরদিঘলদী ইউনিয়ন পরিষদের নির্বাচন ১১ নভেম্বর। আজ সকাল ৭টার দিকে চেয়ারম্যান পদপ্রার্থী মনছুর ও দেলোয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আমরা মনছুরের পক্ষের লোক। দেলোয়ার গ্রুপের লোকেরা সকালে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অনেক টেঁটাবিদ্ধ হয়। আমার শরীরের ৬ জায়গায় টেঁটা বিদ্ধ হয়েছে।
গুলিতে আহত খাইরুল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আলোকবালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নেকজানপুর গ্রামে সকালে বাসায় ঢুকে মেম্বর পদপ্রার্থী রিপন গ্রুপের লোকজন আবু খায়েরের লোকজনের ওপর গুলি চালায়। এতে আমাদের পক্ষে (আবু খায়ের) তিন জন মারা যায়। আমরা পাঁচজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছি। নরসিংদী সদর হাসপাতালে আরও অনেকে চিকিৎসা নিচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নরসিংদী থেকে নির্বাচনকে সামনে রেখে সহিংসতায় চারজন টেঁটাবিদ্ধ ও পাঁচজন গুলিবিদ্ধ হয়ে ঢামেক হাসপাতালে এসেছেন। তাদের চিকিৎসা চলছে। টেঁটাবিদ্ধ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এসএএ/ওএফ