চুয়াডাঙ্গায় হত্যা মামলায় দুই আসামির আপিল শুনানির আগে তাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। 

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

মন্ত্রী বলেন, যে তথ্য সংবাদ মাধ্যমে এসেছে, তার সঙ্গে বাস্তবের মিল নেই। যে দুজনের কথা বলা হচ্ছে, তাদের বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে হাইকোর্ট এ দণ্ড কনফার্ম করে। পরে তারা একটি জেল আপিল করে, তা নাকচ হয়ে গেলে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চায়। কিন্তু তা নাকচ হয়ে যায়। 

পরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে দাবি করেন আনিসুল হক।

আপিল নিষ্পত্তির আগেই চুয়াডাঙ্গার মনোয়ার হত্যা মামলার দুই আসামি মকিম ও ঝড়ুর ফাঁসি কার্যকরের অভিযোগ উঠেছে। ৪ বছর আগে কার্যকর হওয়া ওই ২ জনের আপিল বুধবার (৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় ১১ নম্বর ক্রমিকে ছিল। তবে শুনানি হয়নি।

এসএইচআর/জেডএস