প্রতীকী ছবি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিকা নিয়ে বাসে করে বাসায় ফেরার পথে একরাম হোসেন (২১) নামে এক যুবক অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। এ সময় তার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় প্রতারক চক্রটি।

বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় তাকে শাহবাগ থানা পুলিশ অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। 

উদ্ধার করে নিয়ে আসা শাহবাগ থানার এসআই হারুন-অর-রশিদ ঢাকা পোস্টকে বলেন, আমি মৎস্য ভবন এলাকায় ডিউটি করছিলাম। খাজাবাবা পরিবহনের সুপারভাইজার ৯৯৯ এ ফোন দিয়ে ওই যুবক অজ্ঞান হওয়ার খবর দেন।এরপর আমি তাকে মৎস্য ভবন এলাকা থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। তার কাছে থাকা পাসপোর্ট ও টিকা কার্ড থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন। তার কাছে কোনো মোবাইল ও টাকা পাওয়া যায়নি। আমরা পাসপোর্টে থাকা তার ভাইয়ের নম্বরে যোগাযোগ করেছি।

তিনি আরও জানান, তার স্টোমাক ওয়াশ করতে দেওয়া হয়েছে। চিকিৎসক তাকে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেছেন। তার বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার কানতারা গ্রামে। তার বাবার নাম আব্দুল মোত্তালেব। তিনি সৌদি আরব যাবেন বলে জানা গেছে। তবে ওই বাসে করে কোথায় যাচ্ছিলেন সেটা জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, করোনা টিকা নিয়ে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন ওই যুবক। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে। পরে তার স্টোমাক ওয়াশ করে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করা হয়। 

এসএএ/এসকেডি