রাজধানীর সায়েদাবাদ এলাকায় অমিত (৩৫) নামে এক ব্যক্তি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার সন্ধ্যায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

ভুক্তভোগী অমিতের সহকর্মী আলী ফাহাদ ঢাকা পোস্টকে বলেন, আমরা ফায়ার সেফটি প্ল্যান কোম্পানিতে চাকরি করি। সকালে গাজীপুরে একটি ফ্যাক্টরিতে পরিদর্শনে গিয়েছিলেন অমিত। সেখান থেকে বাসে ফেরার সময় তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এ সময় তার কাছে থাকা ৬৫ হাজার টাকা নিয়ে যায় ওই চক্র। 

তিনি বলেন, বাসে থাকা এক যাত্রী অমিতের ফোন থেকে কল করে বিষয়টি আমাদের জানান। পরে আমরা সায়েদাবাদ বাস কাউন্টার থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যক্তিকে ঢামেকে আনা হয়েছে। তাকে স্টোমাক ওয়াশ দেওয়ার পর চিকিৎসকরা মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করেছেন।

এসএএ/আরএইচ