ব্রুনেই দারুসসালামের বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। 

বুধবার জাতীয় চার নেতার নির্মম ও দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ড স্মরণ করে হাইকমিশনের বঙ্গবন্ধু কর্নারে রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 

জেল হত্যা দিবসের অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। চ্যান্সারি প্রধান জেল হত্যা দিবসের ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান নাহিদা রহমান সুমনা। তিনি জাতীয় চার নেতার জীবন, অর্জন এবং গুরুত্বপূর্ণ ভূমিকার কথা, বিশেষ করে ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাবরণকালে মুজিবনগর সরকার গঠনে উল্লেখযোগ্য অবদানগুলো তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের বর্বরোচিত হত্যাকাণ্ড সমগ্র জাতিকে শোকাহত করে। ৩ নভেম্বর জাতীয় চার নেতার নিন্দনীয় ও করুণ হত্যাকাণ্ড একটি সদ্য স্বাধীন জাতির বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে আরেকটি টানাপোড়েন।

নাহিদা রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পূর্ণ কৃতিত্ব যে, বাংলাদেশ আজ একটি উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বিবেচিত এবং সম্ভাব্য সব ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য ও অর্জনের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত।

বঙ্গবন্ধু, তার পরিবারের সদস্য, জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

এনআই/আরএইচ