কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধীর মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। ওই হাজতির নাম রুস্তম আলী (৮১)। তিনি যুদ্ধাপরাধী মামলার আসামি ছিলেন।
বুধবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় রুস্তম আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
রুস্তম আলীর সঙ্গে আসা কারারক্ষী আবু নাসের ঢাকা পোস্টকে বলেন, কারাগারে বুকে ব্যথা অনুভব করেন তিনি। প্রথমে কারাগারে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, রুস্তম আলীর বাবার নাম শমসের আলী। তবে তিনি কতদিন ধরে কারাগারে ছিলেন এবং তার বাড়ি বাড়ি কোথায় তা জানি না।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, কেন্দ্রীয় কারাগার থেকে একজন যুদ্ধাপরাধীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এসএএ/এমএইচএস