চট্টগ্রামে এক রেস্টুরেন্ট ও বেকারিকে জরিমানা
স্বাস্থ্যবিধি অনুসরণ না করে খাবার তৈরি ও বিক্রির অপরাধে চট্টগ্রামের জামালখান এলাকার ‘মেজ্জান হাইলে আইয়ুন’ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
একই অপরাধে মডার্ন গণি বেকারিকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
আজ (মঙ্গলবার) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এছাড়া সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে আশকারদিঘীর পাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন দোকানের ফার্নিচার ফুটপাতে রেখে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চার দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও গতকাল সোমবার নগরীর বায়েজিদ বোস্তামী শিল্প এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে মধুবন সুইটস ইন্ডাস্ট্রিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
কেএম/এনএফ