চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারের (ওএসইসি) টয়লেটে এক ছেলে নবজাতক পাওয়া গেছে। নবজাতকের বাবা-মায়ের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ছয়টার দিকে নবজাতককে পাওয়া যায়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রায়হান চৌধুরী।

তিনি বলেন, সকাল ছয়টার দিকে ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারের এক নার্স টয়লেটে গিয়ে নবজাতককে দেখেন। এরপর তিনি নবজাতকটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নবজাতক ওয়ার্ডের এনআইসিইউতে রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, নবজাতকটির জন্মগত কোনো ত্রুটি নাই। বর্তামানে শিশুটি শারীরিকভাবে ভালো আছে। 

শিশুটির মা-বাবার পরিচয় এখনও পাওয়া যায়নি উল্লেখ্য করে এই চিকিৎসক বলেন, কেউ শিশুটিকে ফেলে গেছে বলে ধারণা করছি। সিসিটিভি ফুটেজ দেখে নবজাতকের মা-বাবার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

কেএম/এইচকে