পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কপ-২৬ জলবায়ু সম্মেলনে কিছু উদ্যোগ মেঘ কাটিয়ে আলোর মুখ দেখবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। রোববার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

ফেসবুকে প্রতিমন্ত্রী লিখেছেন, অনেক বছর পর স্কটল্যান্ডে, ১৫ বছর তো হবেই। অন্য পরিচয়ে অনেকবার এসেছি। গার্মেন্টস কারখানায় ব্যবহারের জন্য পুরনো দুইটি মেটাল ডিটেক্টর গ্লাসগোর কাছের একটা কারখানা থেকে কিনেছিলাম ২০-২২ বছর আগে।

শাহরিয়ার আলম লিখেছেন, এবার এসেছি তার চেয়েও বহুগুণ গুরুত্বপূর্ণ কাজে। আবহাওয়া প্রায় সময়ই এমনই থাকে এখানে। তবে এবারের প্রত্যাশা বিশ্ব জলবায়ু পরিবর্তনের কিছু উদ্যোগ মেঘ কাটিয়ে আলোর মুখ দেখবে। কাজটা সহজ হবে না। অনেক বড় রাষ্ট্র সামনের থেকে নেতৃত্ব দিচ্ছে।

শেখ হাসিনার নেতৃত্বে ক্লাইমেট ভালনারেবল ফোরামও বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর নেতৃত্ব দিচ্ছে। অনেকদিন থেকে ঝুলে থাকা কিছু বিষয়ের সমাধানের আশা সবার।

রোববার (৩১ অক্টোবর) স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হওয়া কপ-২৬ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি আজ কপ-২৬ এর মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এনআই/এমএইচএস