গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করার দাবি
গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করে তাদের অধিকার প্রতিষ্ঠায় এলাকাভিত্তিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। রোববার (৩১ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) সুনীতি প্রকল্পের উদ্যোগে আয়োজিত গৃহশ্রমিকের অধিকার, সুরক্ষা ও শোভন কাজ নিশ্চিতকরণে জাতীয় সংলাপে বক্তারা এ আহ্বান জানান।
বক্তারা বলেন, শ্রম আইন সংশোধন করে গৃহশ্রমিকদের আইনের আওতায় এনে তাদের কাজের স্বীকৃতি নিশ্চিত করতে হবে। তবে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইনের সঠিক প্রয়োগও নিশ্চিত করতে হবে। গৃহশ্রমিক নির্যাতনের মামলায় সাক্ষীর অভাব ও বাদীপক্ষের আপসের কারণে মামলাগুলোর সঠিক নিষ্পত্তি হয় না। এজন্য জনমনে সচেতনতা বৃদ্ধি করতে হবে। শুধুমাত্র গৃহশ্রমিকদের প্রশিক্ষিত করলেই চলবে না, নিয়োগকারীদের মন-মানসিকতারও পরিবর্তন ঘটাতে হবে।
বিজ্ঞাপন
বক্তারা আরও বলেন, সঠিক প্রশিক্ষণ গ্রহণ করলে, ন্যায্য মজুরিতে দেশে কর্মসংস্থান হলে, গৃহশ্রমিকদের বিদেশের মাটিতে গিয়ে নির্যাতনের শিকার হতে হবে না। জিডিপিতে গৃহশ্রমিকের অবদান নির্ণয় করতে হলে গৃহশ্রমিকদের সঠিক সংজ্ঞা নির্ধারণ করতে হবে। তার জন্য গৃহশ্রমিকদের সঠিক পরিসংখ্যানও প্রয়োজন। এছাড়া তারা গৃহশ্রমিকদের সহজ শর্তে ঋণ প্রদান, তাদের সংগঠিত করা, ছুটি, বিশ্রাম, আট ঘণ্টা কাজ, মাতৃত্বকালীন ছুটি এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা জরুরি।
বিলসের চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য জেসমিন আরা বেগম, বিলস মহাসচিব ও নির্বাহী পরিচালক নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদ সদস্য মেসবাহউদ্দীন আহমেদ, যুগ্ম মহাসচিব ডা. ওয়াজেদুল ইসলাম খান, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক জিনাত আরা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব (রফতানিমুখী শিল্প অধিশাখা) মাহবুবা বিলকিস, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব (সামাজিক নিরাপত্তা) মুহাম্মদ শাখীর আহম্মদ চৌধুরী, শ্রম অধিদফতরের পরিচালক বেল্লাল হোসাইন শেখ, সমাজসেবা অধিফতরের সমাজসেবা কর্মকতা কে এম শহীদুজ্জামান প্রমুখ।
এএসএস/এসএসএইচ